অপূর্বের সঙ্গে প্রথমবার তটিনী

কর্তৃক porosh
০ কমেন্ট 31 ভিউস

বিনোদন ডেস্ক:

গেল ভালোবাসা দিবসে ক্লোজআপ এই সময়ের কাছে আসার গল্পে ‘সময় সব জানে’-তে অভিনয় করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন তানজিম সাইয়ারা তটিনী। এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন ঈদের নাটক নিয়ে। আসছে ঈদের জন্য নতুন একটি নাটকের শুটিং করলেন তিনি। নাটকের নাম ‘এসো হাতটা বাড়াও’।

এ নাটকের মধ্য দিয়ে প্রথমবার তারকা অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর সঙ্গে জুটি বাঁধলেন তটিনী। গোলাম সারোয়ার অনিকের গল্পে এটি পরিচালনা করেছেন মেহেদি হাসান জনি।

অল্প সময়ের ক্যারিয়ারে ইতিমধ্যে প্রথম সারির অনেক অভিনয়শিল্পীর সঙ্গেই জুটি বেঁধে কাজ করেছেন তটিনী, তবে অপূর্বর সঙ্গে কাজ করার ইচ্ছেটাও ছিল। সে ইচ্ছে পূরণ হয়েছে জানিয়ে এ অভিনেত্রী বলেন, ‘আমি খুবই ভাগ্যবতী যে অল্প সময়েই আমার অনেক পছন্দের শিল্পীদের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি। অপূর্ব ভাইয়ার সঙ্গে কাজ করার ইচ্ছে ছিল, অবশেষে সেটাও পূরণ হলো।’

তিনি আরও বলেন, ‘‘ভাইয়ার সঙ্গে কাজ করা নিয়ে কিছুটা নার্ভাস ছিলাম আবার চিন্তিতও। যেহেতু আমি নতুন, ঠিকঠাকভাবে কাজটা করতে পারবো কিনা তা নিয়ে একটু চিন্তিত ছিলাম! তবে ভাইয়া অনেক বেশি সাপোর্টিভ ছিল, কোনও ভুল হলেও কখনও বিরক্ত হননি বরং উৎসাহ দিয়েছেন এভাবে যে, ‘প্রয়োজনে সময় নাও তারপর আবার মনোযোগ দিয়ে শুরু করো’। সহশিল্পী এমন সাপোর্টিভ হলে কাজ করেও ভালো লাগে। কাজটি করতে পেরে ভালো লেগেছে অনেক।’’

এদিকে সদ্য মুক্তি পাওয়া ওয়েব সিরিজ ‘বুকের মধ্যে আগুন’ দিয়ে দর্শকমহলে দারুণ প্রশংসা কুড়াচ্ছেন অপূর্ব। এখন তার ব্যস্ততা ঈদের নাটক নিয়েই। নাটকটি প্রসঙ্গে এ তারকা বলেন, ‘গল্পটা সুন্দর, পিওর রোমান্টিক। রোমান্টিক হলেও কিছু মজার মজার দৃশ্য রয়েছে যেগুলা দর্শকরা পছন্দ করবে। আর তটিনীর সঙ্গে এটাই প্রথম কাজ। সবার কাছেই তটিনীর নামে বেশ প্রশংসা শুনলাম। দেখেও মনে হলো, কাজের প্রতি বেশ ডেডিকেটেড। এই ডেডিকেশন ধরে রাখতে পারলে ভালো করবে। অনেক শুভকামনা।’

নির্মাতা জানান, আসছে ঈদে একটি বেসরকারি টেলিভিশনে নাটকটি প্রচার হবে। অপূর্ব-তটিনী ছাড়া এখানে আরও অভিনয় করেছেন আনন্দ খালেদ, মিমি প্রমুখ।



রিলেটেড পোস্ট

মতামত দিন

error: Content is protected !!