অবহেলিত জনপদকে আলোকিত করেছেন এমপি রবি -শাহাদৎ হোসেন

কর্তৃক porosh
০ কমেন্ট 73 ভিউস

আব্দুর রশিদ:

এই সাতক্ষীরা ছিলো অবহেলিত। ২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচনের মাধ্যমে সদরের আসন অলংকৃত করেন বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। আর পিছে ফিরতে হয়নি সাতক্ষীরার। তিনি উন্নয়নের আলোয় আলোকিত এ অবহেলিত জনপদকে আলোকিত করেছেন। বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি সমর্থক গোষ্ঠীর উদ্যোগে বিশাল জনসভা ও জয় বাংলা কনসার্টের শেষ দিনে বিশেষ অতিথির বক্তব্যে কথাগুলো বলেন সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ শাহাদাৎ হোসেন।

তিনি আরও বলেন, আগে ঢাকা থেকে বলতো সাতক্ষীরা নাশকতাকারীদের ও রাজাকারদের ঘাটি। ২০১৪ সালের পর থেকে রবি ভাই সাতক্ষীরাকে উন্নয়নের মডেল সাতক্ষীরায় রুপান্তর করেছেন। ১৪টি ইউনিয়নের প্রতিটি রাস্তাঘাট, অলিগলি একটিও কাঁচা পাবেন না। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে অভিভাবক এমপি রবির প্রচেস্টায় সব পিচঢালা পথ। আজ প্রতিটি স্কুল গুলো দেখেন প্রতিটি স্কুল কলেজ মাদ্রাসা গুলো চার বা পাঁচ তলা ভবন। মসজিদগুলো উন্নত হচ্ছে মন্দিরগুলো উন্নত হচ্ছে। সারা বাংলাদেশে উন্নয়নের জোয়ার বইছে। শুধু অবহেলিত আছি আমরা পৌরবাসী। কেন আছি আপনারা সবাই জানেন। দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আছি। যেহেতু জন্ম এখানে হয়েছে এখানে থাকতে হয় তাই থাকি। এই পৌরসভার নাগরিকরা বুঝলোনা কাকে নির্বাচিত করলে এই পৌরসভার উন্নয়ন হয়। তাই আবারো বলি উন্নয়ন চাইলে নৌকায় ভোট দিন। ’



রিলেটেড পোস্ট

মতামত দিন

error: Content is protected !!