অবিশ্বাস্য কামব্যাকে রোনালদোদের আল নাসরের নাটকীয় জয়

কর্তৃক porosh
০ কমেন্ট 25 ভিউস

স্পোর্টস ডেস্ক:

সৌদি প্রো লিগে শুক্রবার রাতে অবিশ্বাস্য এক কামব্যাকে নাটকীয় এক জয় পেয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোদের আল নাসর। ম্যাচের ১৭ মিনিটে আল বাতিনের রেনজো লোপেজ গোল করে এগিয়ে নেন দলকে। এই গোলে তারা এগিয়ে থাকে ম্যাচের ৯০+২ মিনিট পর্যন্ত।

সবাই যখন ধরেই নিয়েছিল আল নাসর হারতে যাচ্ছে, তখন অবিশ্বাস্যভাবে ১১ মিনিটের মধ্যে ৩ গোল করে ৩-১ ব্যবধানের জয় তুলে নেয় তারা।

ম্যাচের ৯০+৩ মিনিটে আব্দুল রহমান ঘারেব গোল করে সমতা ফেরান। এরপর ৯০+১২ মিনিটের মাথায় মোহাম্মদ আল-ফাতিল গোল করে এগিয়ে নেন দলকে। আর ৯০+১৪ মিনিটের মাথায় মোহাম্মেদ মারান গোল করে ৩-১ ব্যবধানের জয় নিশ্চিত করেন।

১৪ মিনিট ইনজুরি টাইম দেওয়ায় হতাশা প্রকাশ করেন আল-বাতিনের খেলোয়াড়রা। কেউ কেউ ক্ষোভ ও রাগ প্রকাশ করছিলেন।

এই জয়ে ১৯ ম্যাচ থেকে ৪৬ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের শীর্ষেই আছে আল নাসর। সমান ম্যাচ থেকে ৪৪ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে আছে আল-ইত্তিহাদ।

বৃহস্পতিবার নিজেদের ২০তম ম্যাচে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থাকা আল-ইত্তিহাদের মুখোমুখি হবে আল-নাসর।



রিলেটেড পোস্ট

মতামত দিন

error: Content is protected !!