অভিবাসীদের ঢল ঠেকাতে ইতালিতে নতুন আইন

কর্তৃক porosh
০ কমেন্ট 38 ভিউস

আন্তর্জাতিক ডেস্ক:

অবৈধ অভিবাসী ঠেকানোর প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনে জয় পায় চরম ডানপন্থি দল ‘ফ্রাতেল্লি দি ইতালিয়া’। এরপরও বিপজ্জনক সমুদ্র পাড়ি দিয়ে প্রতিনিয়ত ইতালিতে প্রবেশ করছেন অভিবাসীরা।

সমুদ্রপথে আসা অবৈধ অভিবাসীদের ঢল ঠেকাতে এবার সরকার নতুন আইন প্রণয়ন করেছে। আইনে বলা হয়েছে, যারা অবৈধ অভিবাসীদের ইতালিতে আনার সঙ্গে জড়িত, তাদের ১০ থেকে ৩০ বছরের জেল এবং নৌকাচালকদের একই সাজার আওতায় আনা হবে।

তবে আইনটিকে বর্ণবাদী বলছেন দেশের বহু নাগরিক। স্থানীয়রা বলছেন, এ সরকার বর্ডার বন্ধ করতে চায়। তারা মানুষের স্বাধীন চলাফেরার অধিকার কেড়ে নিচ্ছে। এ অবস্থার অবসান ঘটাতে হবে। সমুদ্রপথে আসা অভিবাসীদের ঢল থামানো যাবে না। যুদ্ধ এবং দরিদ্রতা তাদের এই বিপজ্জনক পথ বেছে নিতে সাহস জোগায়। এ সরকার বিত্তশালীদের কথায় চলে।

এদিকে অবৈধভাবে ইতালিতে এসে বিপদের মুখোমুখি না হওয়ার অনুরোধ জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। তারা বলেন, বাংলাদেশ থেকে যারা আসছেন, তারা অবশ্যই প্রয়োজনে আসছেন। তবে বড় কোনো ঝুঁকি নিয়ে না আসার জন্য অনুরোধ করছি।

২০২২ সালে ইতালিতে প্রবেশ করেছে ১ লাখ ৫ হাজার ১২৯ জন অভিবাসী। তাদের মধ্যে ১৪ হাজার ৯৮২ জন বাংলাদেশি। এদিকে চলতি বছর এখন পর্যন্ত এসেছে ২০ হাজার ৪৬ জন, তাদের মধ্যে ১ হাজার ৬২৯ জন বাংলাদেশি রয়েছেন।

ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি প্রবেশে অভিবাসীদের ঢল ঠেকাতে ব্যর্থ হয়ে এবার নতুন আইন প্রণয়ন করেছে দেশটি। আইনটিকে বর্ণবাদী বলছেন নাগরিকরা।



রিলেটেড পোস্ট

মতামত দিন

error: Content is protected !!