মোঃ আমজাদ হোসেন মিঠু, শ্যামনগর: খুলনা মহানগর আওয়ামীলীগের অফিসে বোমা হামলার প্রতিবাদে শ্যামনগরে মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল ৫টায় উপজেলা আওয়ামীলীগের বিপ্লবী যুগ্ন সাধারণ সম্পাদক, শ্যামনগর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ও নারী শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিঞ্জ পিপি এস.এম জহুরুল হায়দার বাবুর নেতৃত্বে বৃষ্টি বিঘ্নিত উপেক্ষা করে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। মিছিলটি শ্যামনগরের প্রধান প্রধান সড়ক পরিদর্শন করে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে যেয়ে শেষ হয়। উল্লেখ্য, সোমবার সন্ধ্যার পর খুলনা মহানগরীর ৩৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয়ে হামলার ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হয়নি। তবে আসবাবপত্রের ক্ষতি হয়েছে। বিস্ফোরণের পর পরই এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়। এ ঘটনার পর পরই আওয়ামী লীগ নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে জড়িতদের গ্রেফতার ও বিচার দাবি করেন।