আজীবন সম্মাননা পাচ্ছেন গাজী মাজহারুল আনোয়ার-ফরিদা পারভীন

কর্তৃক porosh
০ কমেন্ট 37 ভিউস

বিনোদন ডেস্ক:

দেশের প্রথমসারির অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি-সিরিজ প্রতিষ্ঠার চার দশক পূর্ণ করেছে। চার দশক পূর্তি উপলক্ষে প্রতিষ্ঠানটি আজ (৫ মার্চ) বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করেছে।

জি সিরিজের ৪১ বছর পদার্পণে উপলক্ষে সংগীতাঙ্গনে বিশেষ অবদান রাখার জন্য আজীবন সম্মাননা (মরণোত্তর) পাচ্ছেন একুশে পদকপ্রাপ্ত উপমহাদেশের প্রখ্যাত গীতিকার, চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, কাহিনিকার গাজী মাজহারুল আনোয়ার এবং একুশে পদকপ্রাপ্ত লোকসংগীতশিল্পী ফরিদা পারভীন। এর আগে জি সিরিজ থেকে আজীবন সম্মাননা পেয়েছেন প্রখ্যাত সুরকার, সংগীত পরিচালক, গায়ক ও বীর মুক্তিযোদ্ধা লাকী আখন্দ।

১৯৮৩ সালে জি-সিরিজ প্রতিষ্ঠা করেন শিল্প অনুরাগী নাজমুল হক ভূঁইয়া খালেদ। তার মেধা, মনন এবং বলিষ্ঠ নেতৃত্বে প্রতিষ্ঠানটি এখন দেশের প্রথমসারির একটি প্রযোজনা সংস্থা হিসেবে সুনামের সঙ্গে এগিয়ে চলছে। দেশের প্রতিষ্ঠিত বহু গীতিকার, সুরকার ও সংগীতশিল্পীর আত্মপ্রকাশ ঘটেছে জি সিরিজ থেকেই।



রিলেটেড পোস্ট

মতামত দিন

error: Content is protected !!