আজো তোমার অপেক্ষায়—শেখ ইমরান হোসেন

কর্তৃক এম. আর মিঠু, মফস্বল বার্তা সম্পাদক
০ কমেন্ট 319 ভিউস

চাইলেই ভালোবাসার ইতি টানা যায় না। ভালোবাসা যে অমর-অবিনস্বর। তোমাতে আমি লুপ্তহয়ে চলেছি বারেবার। আমাতে তুমি নাইবা থাকতে পারো তবে তোমাতে আমি প্রতিটা মুহুত্ব বহমান। তোমারই স্মৃতি নিয়ে দিন পার করছি এখনো। কত দিন পরে দেখা হলো তবে তুমি না দেখার ভ্যান কওে থাকালে। আমারই কি বা করার ছিলো বলো । তোমাতেই থাকতেই আমার ভালোলাগে। আমারও কিবা দোষ বলো?? আমিতো এমনই। কেবা মেনে নিতে পারে তার প্রিয়জন অন্য কারো সাথে। আমিও মেনে নিতে পারিনি। হয়তো তোমার কাছে ছিলো তুচ্ছ তবে আমার আছে বিশালময়। ভুলটাতে বেশি আমারই-তোমার অভিনয় দেখতে দেখতে ভালোবাসা। হে- ভালোবাসি তোমায়। আজও বড্ডবেশি ভালোবাসি।

বরাবরই মাথা গরমের  সময় না হয় কিছু কথা বলেছিলাম। তবে সত্য কিছুও বলেছিলাম । কারো পাশাপাশি থাকলে যেমন তার মনোভাব বোঝাযায় তেমনই হয়তো অনেক আগে থেকেই বুঝিছিলাম আমি। পরে সেটি সত্যও হলো। তবে তুমি আমাকে নিয়ে একটুও ভাবলে না । বলতে পারো কি হবে আমার । আমার তো তুমি ছাড়া আর কেই ছিলো না আজও নেই। কতো ভালাবাসা দিবস আসে যায় তবে তুমি নামক ভালোবাসা আসে না। বর্তমানে তোমার ভালোবাসা নাইবা পাইলাম কিন্তু আগের স্মৃতি গুলোই অনেক। সেটাইবা কম কিসে বলো। অনেক দিয়েছো আমায়। তোমারই অপেক্ষায় আজও পথ চেয়ে থাকি। মুঠোফনের কল ও এসএমএস বক্স এ তাকাতে তাকাতে বারেবারে মনে পড়ে। কিবা আছে করার। সবই তো তোমারই হাতে, যদি কোন  সুযোগ  থাকে একবার ফিরে এসো। আমি আজোও তোমারই অপেক্ষায়।

লেখক: সাংবাদিক

রিলেটেড পোস্ট

মতামত দিন

error: Content is protected !!