আড্ডা, গানে নচিকেতার সঙ্গে চঞ্চলের অন্যরকম সন্ধ্যা

কর্তৃক porosh
০ কমেন্ট 38 ভিউস

বিনোদন ডেস্ক:

দুই বাংলার তুমুল জনপ্রিয় সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তী। জীবনমুখী গান গেয়ে দুই বাংলাতে সমান জনপ্রিয়তা পেয়েছেন। জনপ্রিয় এই শিল্পী সম্প্রতি বাংলাদেশে এসেছেন। তার সঙ্গে দেখা করেন দেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। এ সময় ছিলেন রবি চৌধুরী, চন্দন সিনহা, কবির বকুল, বৃন্দাবন দাস, শাহানাজ খুশী, দিব্য, সৌম্য, উদয়, শান্তা, শুদ্ধ। আড্ডা, গানে কেটেছে তাদের অন্যরকম সন্ধ্যা।

আড্ডায় ‘সাদা সাদা কালা কালা’ গানে কণ্ঠ মেলান চঞ্চল চৌধুরী ও নচিকেতা চক্রবর্তী। তারই কিছু খণ্ড দৃশ্য ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ফেসবুকে সেই আড্ডার ভিডিও পোস্ট করে চঞ্চল চৌধুরী লিখেছেন: ‘পরিবার-পরিজন নিয়ে গত রাতে নচিদা মানে নচিকেতা চক্রবর্তীর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। বাকিটা ইতিহাস। স্মরণে রাখার মতো চমৎকার স্মৃতি। আমাদের সৌভাগ্য, আমরা বাংলা গানে নচিকেতা চক্রবর্তীর যুগ স্বচক্ষে দেখেছি।’

মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘হাওয়া’ সিনেমা মুক্তি পাওয়ার পর থেকে গানটি দুই বাংলাতে জনপ্রিয় হয়েছে। কিছুদিন আগে নুসরাত ফারিয়ার কণ্ঠেও দর্শক শুনেছেন এই গান। শুধু তাই নয়, কলকাতায় অনুষ্ঠিত বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে ‘হাওয়া’ দেখার জন্য দর্শকের দীর্ঘ লাইন লক্ষ্য করা গেছে।

কলকাতার পরিচালক সৃজিত মুখার্জির ‘পদাতিক’-এ কাজ করছেন চঞ্চল। এতে কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা মৃণাল সেনের চরিত্রে দেখা যাবে তাকে। অন্যদিকে দীর্ঘদিন পর বাংলাদেশে এসেছেন নচিকেতা।



রিলেটেড পোস্ট

মতামত দিন

error: Content is protected !!