প্রেস বিজ্ঞপ্তি: তালার আধ্যাত্নিক সাধক এজাহার আলী মারফতি ফকিরের ৩১তম মৃত্যু বার্ষিকী আজ। মৃত্যু বার্ষিকীতে শিবপুর গ্রামস্থ নিজস্ব বাসভবন চত্বরে কোরআনখানী, মিলাদ মাহফিল, স্মরণসভা ও দোয়ানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রয়াত সাধক এজাহার আলী ১৯৯২ সালের ২০ সেপ্টেম্বর ৭৮ বছর বয়সে দেহত্যাগ করেন। প্রতি বছর এ দিনে সাধকের বিদেহী আত্নার শান্তি কামনায় পরিবারের পক্ষ থেকে এ আয়োজন করা হয়। মরহুমের সকল ভক্তবৃন্দ, শুভাকাঙ্খী, আত্নীয় স্বজন, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দকে দুপুরে দোয়ানুষ্ঠানে অংশগ্রহন করার জন্য পরিবারের পক্ষ থেকে সাধকের কনিষ্ঠপুত্র সাবেক ইউপি চেয়ারম্যান, জাতীয় পার্টির উপজেলা সভাপতি সাংবাদিক এসএম নজরুল ইসলাম আমন্ত্রণ জানিয়েছেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাবেক মন্ত্রী সৈয়দ দিদার বখত। দোয়ানুষ্ঠান পরিচালনা করবেন দেশের শ্রেষ্ঠ ঈমাম মাও. তাওহিদুর রহমান, মাও. জালালউদ্দীন।