সচ্চিদানন্দদেসদয়: আশাশুনিতে আন্তর্জাতিক অহিংস দিবস উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১ টার দিকে আশাশুনি সরকারি কলেজ সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
দি হাঙ্গার প্রজেক্টের সহযোগিতায় “সংঘাত নয় ঐক্যের বাংলাদেশ গড়ি” শ্লোগানকে সামনে রেখে মানববন্ধনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, আশাশুনি সরকারি কলেজের অধ্যক্ষ ড. মিজানুর রহমান। পেভ এর উপজেলা কো-অর্ডিনেটর আব্দুস সামাদ বাচ্চুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, প্রফেসর হাবিবুর রহমান, প্রফেসর সুশীল কুমার মন্ডল, আশাশুনি প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, পেভ এম্বাসেডার এস কে হাসান, গোলাম মোস্তফা, সাংবাদিক সোহরাব হোসেন প্রমুখ। কলেজের ছাত্রছাত্রী, শিক্ষকমন্ডলী, পেভ সদস্যবৃন্দ মানববন্ধনে অংশ নেন।
আশাশুনিতে আন্তর্জাতিক অহিংস দিবস পালন
পূর্ববর্তী পোস্ট