আশাশুনিতে ইয়াবাসহ মাদক সম্রাট গডেল ও তার সহযোগী ফের আটক

কর্তৃক Ahadur Rahman Jony
০ কমেন্ট 52 ভিউস

সচ্চিদানন্দদে সদয়, আশাশুনি: আশাশুনির কুখ্যাত মাদক স¤্রাট গডেলসহ তার সহযোগীকে ফের ইয়াবাসহ আটক করেছে থানা পুলিশ। থানা সূত্রে জানাগেছে, রোববার রাত সাড়ে ৯ টার দিকে এসআই বিজন কুমার সরকার ও এএসআই শাহ জামাল সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলা কাদাকাটি এলাকায় অভিযান চালায়। এ সময় কাদাকাটি বাজার এলাকা থেকে কাদাকাটি ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামের মোন্তাজ সানার ছেলে ফজলুর রহমান ওরফে গডেল (৪২) ও তার সহযোগি খরিয়াটি গ্রামের সাফের গাজীর ছেলে সিরাজুল (৩০)কে মাদক বিক্রির সময় ফের হাতেনাতে আটক করে। পরে তাদের দেহ তল্লাসি করে ২১ পিস ইয়াবা উদ্ধার করে থানা হেফাজতে নেয়। এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে আশাশুনি থানায় ৩২(০৮)১৯ নং মামলা দায়ের হয়েছে। প্রসঙ্গতঃ গডেল দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যাবসা করে আসছে। ইতোপূর্বে গডেল বহুবার মাদকসহ পুলিশের খাচায় বন্ধি হয়ে হাজত বাস করেছে। বার বার আটক হলেও আইনের ফাঁক-ফোকর দিয়ে জেল থেকে বেরিয়ে দ্বিগুন উৎসাহে আবারও মাদক ক্রয়-বিক্রয় ও করে চলেছে। তার বিরুদ্ধে ডজ্জনাধিক মামলা আদালতে চলমান রয়েছে।



রিলেটেড পোস্ট

মতামত দিন

error: Content is protected !!