আশাশুনিতে এএসআই রুবেলসহ ৬ জনের নামে চাঁদাবাজি মামলা, আটক ৫

কর্তৃক porosh
০ কমেন্ট 234 ভিউস

বিএম আলাউদ্দীন, আশাশুনি থেকে:

আশাশুনিতে চাঁদাবাজির অভিযোগে পুলিশের এএসআই সহ পাঁচজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা। শুক্রবার (০৩ মার্চ) রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কল্যাণপুর গ্রামে এ ঘটনা ঘটে। আটককৃত এএসআই এর নাম রুবেল হোসেন (৩২)। সে একই উপজেলার গদাইপুর গ্রামের আব্দুল আলীম সানার ছেলে এবং পিরোজপুর সদর থানায় কর্মরত আছেন। আটককৃত অন্যান্যরা হলেন পিরোজপুর উপজেলার পান্তা ডুবি গ্রামের রহমত আলী শেখের ছেলে মোঃ মনির হোসেন (৩৫), চর লোহার কাটি গ্রামের ইউনুস মৃধার ছেলে আবুল কালাম (৩৫), পান্তাডুবি গ্রামের আনোয়ার শিকদারের ছেলে সোহেল শিকদার ৩৩), পূর্ব শিকারপুর গ্রামের আব্দুল মালেক মিয়ার ছেলে মোঃ সাইফুল ইসলাম (৩২)।

আশাশুনি থানার অফিসার ইনচার্জ মোঃ মোমিনুল ইসলাম (পিপিএম) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায়, এএসআই রুবেল হোসেন সহ ৬ জন প্রতাপনগর ইউনিয়নের কল্যাণপুর গ্রামের কলেজ ছাত্র আশিকুর রহমানের নিকট অনলাইনে জুয়া খেলার অভিযোগে এক লক্ষ টাকা চাঁদা দাবি করেন। এ সময় চাঁদা দিতে অস্বীকার করায় তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসার হুমকি দেয়। এরপর স্থানীয় জনতার সাথে কথা কাটাকাটির একপর্যায়ে পুলিশের এএসআই সহ ৫ জনকে আটক করে থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থল উপস্থিত হয়ে ৫ জনকে আটক করে থানায় নিয়ে আসে। তিনি আরো জানান, এ ঘটনায় কল্যাণপুর গ্রামের রওশন সানার পুত্র আশিকুর রহমান বাদী হয়ে চাঁদাবাজির অভিযোগে ছয় জনের নামে মামলা করেছেন। মামলা নাম্বার (৬)০৪/২৩ তবে একজন ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন বলেও তিনি জানান।

এএসআই রুবেলের নিকট থেকে তার ব্যবহৃত ঢাকা মেট্রো- গ ১৯-৬৩৯০ একটি এক্স করোলা প্রাইভেট কার, নাইন এমএম পিস্তল ১টা, ৮ রাউন্ড গুলি ভর্তি ম্যাগজিন ১টা, হ্যান্ডকাপ ২টা সহ অন্যান্য জিনিসপত্র জব্দ করা হয়েছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত এএসআই রুবেল সহ ৫ জনকে সাতক্ষীরা জেল হাজতে পাঠানো হয়েছে।



রিলেটেড পোস্ট

মতামত দিন

error: Content is protected !!