আশাশুনি প্রতিনিধি : আশাশুনিতে বিভিন্ন দোকান থেকে তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন অপসারণ পূর্বক আগুনে পুড়িয়ে ফেলা হয়েছে। মঙ্গলবার এনজিও মৌমাছি সংস্থা এ কার্যক্রম পরিচালনা করে।
সরকার “ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন ২০০৫” ও সংশ্লিষ্ট বিধিমালা প্রণয়ন করেছেন। উক্ত আইনের ধারা- ৫ অনুসারে, “ধূমপান ও তামাকজাত দ্রব্যের সকল ধরনের বিজ্ঞাপন, প্রচারণা ও পৃষ্ঠপোষকতা সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। কিন্তু তামাক কোম্পানীগুলো আইন অমান্য করে তাদের প্রচারনা অব্যহত রেখেছে। দেশের সচেতন নাগরিক হিসাবে আইন বাস্তবায়নে সহযোগিতা করা সকলের দায়িত্ব। এ দায়িত্ববোধকে বিবেচনায় রেখে মৌমাছি এনজিও এতদসংক্রান্ত লিফলেট বিতরণ, সচেতনতা মূলক প্রচার প্রচারনা ও অবৈধ বিজ্ঞাপন অপসারণে আইনের ব্যবহার করে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় মৌমাছি নির্বাহী পরিচালক সুশান্ত মল্লিক মঙ্গলবার আশাশুনি বাজারের বিভিন্ন দোকানে লিফলেট বিতরণ ও তামাকজাত পণ্যের বিজ্ঞাপন অপসারণ কার্যক্রম পরিচালনা করেন। পরে অপসারিত বিজ্ঞাপন সামগ্রী একত্রিত করে আগুনে পুড়িয়ে দেওয়া হয়। ব্যবসায়ীরা এহেন কার্যক্রমে সহযোগিতামূলক আচরণের মাধ্যমে গ্রহন করেছেন।
আশাশুনিতে তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন অপসারণ


পূর্ববর্তী পোস্ট