সচ্চিদানন্দদেসদয়, আশাশুনি : আশাশুনিতে জেলা পরিষদের পক্ষ থেকে দুটি মন্দিরে নির্মান ও সংস্কার প্রকল্পের চেক হস্তান্তর করা হয়েছে।
সোমবার (১৬ সেপ্টেম্বর) সকালে আশাশুনি প্রেসক্লাব মিলনায়তনে মন্দিরের কর্মকর্তাদের হাতে চেক দুুটি হস্তান্তর করেন জেলা পরিষদ সদস্য মহিতুর রহমান।
এরমধ্যে জেলেখালী সার্বজনীন কালীমন্দির নির্মান প্রকল্পে জেলা পরিষদের বরাদ্দকৃত দুইলক্ষ টাকার অগ্রিম চেক গ্রহণ করেন মন্দিরের প্রকল্প কমিটির সভাপতি নির্মল কুমার মন্ডল ও সদস্য সুদেব মন্ডল। কমলাপুর সার্বজনীন কালী মন্দির কমিটির একলক্ষ টাকার চেক গ্রহণ করেন সভাপতি স্বপন বাছাড় ও সদস্য অসীম বাছাড়।
চেক হস্তান্তরকালে উপস্থিত ছিলেন আশাশুনি পূজা উদযাপন কমিটির সাধারন সম্পাদক রণজিৎ বৈদ্য, সাংবাদিক এসএম আহসান হাবিব, সমীর রায়, যুবলীগ নেতা দীপন কুমার মন্ডল।
আশাশুনিতে দুটি মন্দিরে জেলা পরিষদের চেক হস্তান্তর


পূর্ববর্তী পোস্ট