সচ্চিদানন্দদে সদয়,আশাশুনি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট (অনুর্ধ্ব-১৭) দ্বিতীয় রাউন্ডের ৩য় খেলায় খাজরা ইউনিয়ন ফুটবল একাদশ জয়লাভ করেছে। শুক্রবার (৬ সেপ্টেম্বর) দরগাহপুর শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হয়।
বিকাল ৪ টায় বিপুল দর্শক সমাগমে অনুষ্ঠিত খেলায় খাজরা ইউনিয়ন ফুটবল একাদশ ১-০ গোলের ব্যবধানে কুল্যা ইউনিয়ন ফুটবল একাদশকে পরাজিত করে। খেলা পরিচালনা করেন বিপুল খান। সহযোগি রেফারী ছিলেন আঃ আহাদ, সঞ্জয় কুমার বিশ^াস ও খায়রুল বাশার মনা। ধারাভাষ্যে ছিলেন আশরাফ হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, কুল্যা ইউপি চেয়ারম্যান আব্দুল বাছেত আল হারুন চৌধুরী, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মিজানুর রহমান, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক স ম সেলিম রেজা সেলিম, আশাশুনি প্রেস ক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, সাংবাদিক সোহরাব হোসেন, শেখ হিজবুল্লাহ, ইউপি সদস্য হোসেন আলি, মেম্বার রফিকুল ইসলাম পান্না প্রমুখ উপস্থিত ছিলেন। রবিবার একই মাঠে দরগাহপুর ইউনিয়ন দল ও শীউলা ইউনিয়ন দল মুখোমুখি হবে।