আশাশুনিতে শিক্ষা, স্বাস্থ্য ও ক্রীড়া সামগ্রী বিতরণ

কর্তৃক Ahadur Rahman Jony
০ কমেন্ট 49 ভিউস

সচ্চিদানন্দদেসদয়: আশাশুনিতে ক্ষুদ্র নৃগোষ্ঠির শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি, শিক্ষা স্বাস্থ্য ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের আর্থিক সহায়তায় ২০১৮-২০১৯ অর্থ বছরে আশাশুনি উপজেলার ক্ষুদ্র নৃগোষ্ঠির শিক্ষার্থীদের মাঝে উপকরণ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এ বি এম মোস্তাকিম। বিশেষ অতিথি ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) পাপিয়া আক্তার, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, মহিলা ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি, কমিটির সদস্য রফিকুল ইসলাম মোল্যা, নিতাই চন্দ্র ঢালী, মেডিকেল অফিসার ডাঃ সাইফুল আলম, পরিসংখ্যান অফিসার শ^শ্মান কুমার মন্ডল, আরডিও বিশ^জিৎ ঘোষ, সাংবাদিক আব্দুস সামাদ বাচ্চু, এম এম সাহেব আলি প্রমুখ। অনুষ্ঠানে প্রকল্পের আওতায় সেলাই প্রশিক্ষণ কার্যক্রমের ২০ জন প্রশিক্ষণার্থীকে একটি করে সেলাই মেশিন ও ১০০০ টাকা করে ভাতা প্রদান করা হয়।



রিলেটেড পোস্ট

মতামত দিন

error: Content is protected !!