আশাশুনি ব্যুরো: সাতক্ষীরার আশাশুনিতে ৪৯তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে সোমবার আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপজেলার ৮টি জোন থেকে বিজয়া ক্রীড়াবীদদেও নিয়ে উপজেলা পর্যায়ের এ্যাথলেটিক্স প্রতিযোগীতা অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়। প্রতিযোগীতা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজার সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠান ও বিভিন্ন ইভেন্টে উপজেলা চ্যাম্পিয়ন শিক্ষার্থীদেও মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ও পরস্কার বিতরণ করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শওকত হোসেন। ক্রীড়া শিক্ষক আনিছুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার হাসানুজ্জামান, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পদাক স. ম সেলিম রেজা সেলিম, প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাসুদ ও প্রধান শিক্ষক কামরুন্নাহার কচি। এ সময় শিক্ষক আসিব ইকবাল, ইয়ামিন হোসেন, আমানুল্লাহ আমান, সহ অন্যান্য শিক্ষক মন্ডলী।
আশাশুনিতে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী


পূর্ববর্তী পোস্ট