আশাশুনিতে ৪০ বোতল অ্যালকোহলসহ মাদক ব্যবসায়ী আটক

কর্তৃক Ahadur Rahman Jony
০ কমেন্ট 35 ভিউস

সচ্চিদানন্দদেসদয়: আশাশুনিতে ৪০ বোতল অ্যালকোহলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। থানা সূত্রে জানাগেছে, এএসআই পূর্নানন্দ হরি সঙ্গীয় ফোর্স নিয়ে আশাশুনি উপজেলা এলাকা থেকে সাতক্ষীরা সদরের ধুলিহর গ্রামের মৃত. ছহিল উদ্দীন সানার ছেলে মাদক ব্যবসায়ী আব্দুর রাজ্জাক সানাকে আটক করে। পরে তার দেহ তল্লাসি করে ৪০ বোতল অ্যালকোহল উদ্ধার করে থানা হেফাজতে নেয়। এ ঘটনায় আশাশুনি থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে ১৮(১২)১৯ নং মামলা দায়ের করা হয়েছে। তাকে কোর্ট হাজতে প্রেরন করা হয়েছে।



রিলেটেড পোস্ট

মতামত দিন

error: Content is protected !!