আশাশুনিতে ৬০০ কৃষককে সার ও বীজ প্রদান

কর্তৃক porosh
০ কমেন্ট 45 ভিউস

আশাশুনি প্রতিবেদক:

আশাশুনিতে ৬০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে ধান ও পাট ফসলের বীজ ও সার বিতরণ করা হয়েছে। সোমবার সকাল ১০ টায় উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে এ বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। ২০২২-২৩ অর্থ বছরে খরিপ-১, ২০২৩-২৪ মৌসুমে আউশ ও পাট কৃষি প্রনোদনার আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও সার এবং পাট ফসলের বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ানুর রহমান।

উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ রাজিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, সদর ইউপি চেয়ারম্যান এস এম হোসেনুজ্জামান হোনেন, যুব উন্নয়ন কর্মকর্তা আজিজুল হক ও আরডিও বিশ্বজিত ঘোষ। অনুষ্ঠানে ৫০০ আউশ কৃষককে ৫ কেজি করে ধান বীজ, ১০ কেজি করে ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার এবং ১০০ জন কৃষককে ১ কেজি করে পাটের বীজ প্রদান করা হয়।



রিলেটেড পোস্ট

মতামত দিন

error: Content is protected !!