আশাশুনিতে ৬০ ভূমিহীনকে জমি ও গৃহ হস্তান্তর

কর্তৃক porosh
০ কমেন্ট 34 ভিউস

সচ্চিদানন্দ দে সদয়, আশাশুনি (সাতক্ষীরা) থেকে:

আশাশুনি উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৬০ জন ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমির দলিল ও গৃহ হস্তান্তর করা হয়েছে। বুধবার (২২ মার্চ) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন-গৃহহীন পরিবারকে চত‚র্থ পর্যায়ে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে বঙ্গবঙ্গ ভবন থেকে ভাচ্যুয়ালী উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানটি সারাদেশের ন্যায় আশাশুনিতে বিটিভির মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়। দেশের ৭টি জেলার ১৫৯ উপজেলায় ৩৯ হাজার ৩৬৫ টি গৃহ ও জমি হস্তান্তরের লক্ষ্যে ভাচ্যুয়ালি উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে আশাশুনির ৬০ টি পরিবারের মাঝে ঘরের ও জমির কাগজপত্র ও চাবি হস্তান্তর করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ভূমিহীন-গৃহহীন পরিবারের হাতে হস্তান্তর করেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এবিএম মোস্তাকিম। বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিষ্ণপদ পাল, সহকারী কমিশনার (ভূমি) দীপা রানী সরকার, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্ত্তী, প্রতাপনগর ইউপি চেয়ারম্যান হাজী আবু দাউদ। স্বাগত বক্তব্য রাখেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সোহাগ খান।

অন্যান্যদের মধ্যে মৎস্যজীবি সমিতি কেন্দ্রীয় মহা সচিব রফিকুল ইসলাম মোল্যা, যুব উন্নয়ন কর্মকর্তা আজিজুল হক, আনসার ভিডিপি কর্মকর্তা হোসনেয়ারা খাতুন, আশাশুনি প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন, সাবেক মুক্তিযোদ্ধা কামন্ডার আঃ হান্নান।

উল্লেখ্য, আশাশুনি উপজেলায় ১০৯৭ টি ভূমিহীন গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদানের জন্য তালিকাভুক্ত করা হয়েছে। যার মধ্যে প্রথম ধাপে ২৬৮ জনকে, ২য় পর্যায়ে ২৬০ জনকে, ৩য় পর্যায়ে ১৪৭ জনকে এবং বুধবার ৪র্থ পর্যায়ে ৬০ পরিবারকে জমি ও গৃহ প্রদান করা হলো।



রিলেটেড পোস্ট

মতামত দিন

error: Content is protected !!