আশাশুনির ছাত্রলীগের কমিটি সভাপতি রাসেলকে অব্যাহতি

কর্তৃক porosh
০ কমেন্ট 174 ভিউস

আশাশুনি প্রতিবেদক:

বাংলাদেশ ছাত্রলীগের গঠনতন্ত্র পরিপন্থী কর্মকান্ড ও বিভিন্ন অপকর্মের দায়ে আশাশুনি উপজেলা ছাত্রলীগের কমিটি স্থগিত ও সভাপতি রাসেল হোসেনকে পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। রবিবার (১২ মর্চ) সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ আশিকুর রহমান ও সাধারণ সম্পাদক সুমন হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জরুরী সিদ্ধান্ত মোতাবেক গঠনতন্ত্র পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে মোঃ রাসেল হোসেনকে আশাশুনি উপজেলা ছাত্রলীগের সভাপতির পদ থেকে সাময়িক অব্যাহতি দেয়া হয়েছে। আগামী তিন কার্য দিবসের মধ্যে কেন তাকে পূর্ণাঙ্গ কমিটি থেকে বহিষ্কার করা হবে না কারণ দর্শানোর জন্য স্ব-শরীরে জেলা ছাত্রলীগের কার্যালয়ে হাজির হয়ে লিখিত জবাব দেওয়ার নির্দেশ প্রদান করা হয়। সেই সাথে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত আশাশুনি উপজেলা ছাত্রলীগের সকল কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়।



রিলেটেড পোস্ট

মতামত দিন

error: Content is protected !!