সচ্চিদানন্দদেসদয়: আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার এর ফেস বুক আইডি হ্যাকাররা হ্যাক করে নিয়েছে। ফলে ফেসবুক আইডিটি ব্যবহার করা যাচ্ছেনা।
উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা জানান, তার UNO ASSASUNI ফেস বুক আইডিটি সম্প্রতি হ্যাক করা হয়েছে। এজন্য তিনি UNO ASSASUNI SATKHIRA নামে নতুন ফেসবুক আইডি খুলেছেন। পূর্বের আইডিটি এখন থেকে তিনি ব্যবহার করছেন না, সুতরাং কেউ সেখানে কোন পোষ্ট করবেন না। করলে তিনি নিজ দায়িত্বে করবেন। এখন থেকে উক্ত ফেসবুক আইডির ব্যাপারে উপজেলা প্রশাসন কোন প্রকার দায় দায়িত্ব বহন করবেন না।
আশাশুনি ইউএনও’র ফেসবুক হ্যাক!
পূর্ববর্তী পোস্ট