আশাশুনি উপজেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা

কর্তৃক Ahadur Rahman Jony
০ কমেন্ট 41 ভিউস

সচ্চিদানন্দদেসদয়: আশাশুনি উপজেলা পরিষদের (উন্নয়ন ও সমন্বয়) কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০.৩০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ চেয়ারম্যান এ বি এম মোস্তাকিমের সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজার সঞ্চালনায় সভায় উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম চক্রবর্তী, মহিলা ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি, ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিল, আলমগীর আলম লিটন, আ ব ম মোছাদ্দেক, প্রভাষক ম মোনায়েম হোসেন, আঃ আলিম মোল্যা, দীপঙ্কর কুমার সরকার দীপ, আব্দুল বাছেত আল হারুন চৌধুরী, উপজেলা প্রকৌশলী আক্তার হোসেন, মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান, কৃষি অফিসার রাজিবুল হাসান, প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মিজানুর রহমান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাহাঙ্গীর আলম, পরিসংখ্যান অফিসার শ^শ্মান চন্দ্র, জনস্বাস্থ্য প্রকৌশলী, একাডেমীক সুপারভাইজার হাসানুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় ব্লুগোল্ড কর্তৃক বুধহাটার চিলেডাঙ্গা সড়ক কেটে কালভার্ট নির্মান করে কালভার্টে পাটের ব্যবস্থা না করায় লবণ পানিতে ফসলী জমিসহ সাদা পানির মাছের ঘের প্লাবিত হওয়া এবং অনিয়ন্ত্রিত পানি ভিতরে ঢুকে ক্ষতিসাধন করা, পুইজালা খালে বাধ দিয়ে এলাকা প্লাবিত করানো ও আশাশুনি বাইপাস সড়কে অবৈধ স্থাপনা নির্মান কাজ অপসারনের বিষয় নিয়ে আলোচনা করা হয়।



রিলেটেড পোস্ট

মতামত দিন

error: Content is protected !!