আশাশুনি গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির মতবিনিময় সভা

কর্তৃক Ahadur Rahman Jony
০ কমেন্ট 36 ভিউস

সচ্চিদানন্দদেসদয়: আশাশুনি গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি সম্পর্কিত আলোচনা সভা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০ টায় উপজেলার বুধহাটা বাজারস্থ বুধহাটা জিম সেন্টার মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি সাতক্ষীরা জেলা কমিটির প্রচার সম্পাদক রফিক আহমেদের আহবানে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা গ্রাম ডাক্তার কল্যান সমিতির সাধারণ সম্পাদক আব্দুল গফফার। গ্রাম ডাক্তার আলহাজ¦ আক্কাছ আলির সভাপতিত্বে এবং সমিতির কুল্যা ইউনিয়ন সভাপতি গোফরান উদ্দিন ও আঃ মাজেদের সঞ্চালনায় সভায় জিম সেন্টারের সত্ত্বাধিকারী অবঃ সেনা সদস্য শেখ আছাফুর রহমান, গ্রাম ডাক্তারদের মধ্যে আনারুল ইসলাম (শ্রীউলা), আলা উদ্দিন (বড়দল), মফিজুল ইসলাম (আশাশুনি), গোপাল চন্দ্র মন্ডল (তুয়ারডাঙ্গা), আবু হেনা (বুধহাটা), মনোরঞ্জন মন্ডল (বড়দল), আঃ সালাম (গোয়ালডাঙ্গা), রফিক আহমেদ, (কুল্যা), বিদ্যুৎ চক্রবর্ত্তী (বুধহাটা), ইয়াছিন আলি প্রমুখ আলোচনা রাখেন। এছাড়া সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি আকবর হোসেন মোবাইল ফোনে উপস্থিত গ্রাম ডাক্তার ও কর্মকর্তাদের উদ্দেশ্যে উপদেশ মূলক কথা বলেন। সভায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতিকে সুসংগঠিত ও কার্যকর সংগঠনে রূপদানের লক্ষ্যে করনীয়তা সম্পর্কে আলোচনা করা হয়। সাথে সাথে আশাশুনির সকল গ্রাম ডাক্তারকে এই সংগঠনের মধ্যে এনে ডাক্তারদের কল্যাণে নিবেদিত সংগঠন হিসাবে দাড় করাতে সিদ্ধান্ত নেওয়া হয়।



রিলেটেড পোস্ট

মতামত দিন

error: Content is protected !!