সচ্চিদানন্দদেসদয়: আশাশুনি টু বদরতলা ভায়া কালিবাড়ি সড়কের অবস্থা খুবই শোচনীয় হয়ে পড়েছে। সড়কে চলাচালকারী যানবাহন নিয়মিত দুর্ঘটনা কবলিত হচ্ছে।
আশাশুনি থেকে কালিবাড়ি বাজার হয়ে বদরতলা পর্যন্ত সড়কটি খুবই ব্যস্ততম সড়কে রূপ নিয়েছে। সড়কের বাঁটরা এলাকা হতে বালিয়াপুর হয়ে কামালকাটি পর্যন্ত বহু স্থানে বড় বড় গর্ত ও রাস্তার উপরের পিচ খোয়া উঠে গিয়ে চরম আকার ধারন করেছে। সড়কটিতে এখন প্রতিনিয়ত ভারী যানবাহন ট্রাক থেকে শুরু করে মাইক্রো, পিকআপ, ইঞ্জিন ভ্যান, মটর সাইকেলসহ বিভিন্ন প্রকার যানবাহন চলাচল করে। দুরাবস্থার কারণে প্রতিদিন যানবাহন দুর্ঘটনা কবলিত হচ্ছে। অনেকে দুর্ঘটনায় শিকার হয়ে ভুগছেন। কেউ কেউ হাসপাতালে ভর্তিও হয়েছেন। সড়কটি পুনঃ নির্মান করার জন্য এলাকাবাসী উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। সাথে সাথে আপাতত ক্ষুদ্র সংস্কারের মাধ্যমে দুর্গতি লাঘবের দাবী জানিয়েন।
আশাশুনি টু বদরতলা সড়কের চরম দুরাবস্থা, প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছে যানবাহন
পূর্ববর্তী পোস্ট