নিজস্ব প্রতিবেদক: আশাশুনি প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত বিরতীহীন ভাবে কঠোর নিরাপত্তার মধ্যে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন আশাশুনি উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আজিজুল ইসলাম, সহকারী প্রিজাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান ও আইন শৃঙ্খলার দায়িত্বে ছিলেন আশাশুনি থানা অফিসার ইনচার্জ আব্দুস সালাম। ভোট চলাকালিন সময়ে প্রেসক্লাবের ১৭জন সদস্য তাদের ভোটারধিকার প্রয়োাগ করেন এবং ভোটের নির্ধারিত সময় শেষ হলে শুরু হয় ভোট গননা। নির্বাচনে সভাপতি পদে জিএম আল ফারুক পেয়েছেন ১০ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দি এস এম আহসান হাবিব পেয়েছেন ৫ ভোট ও গোপাল কুমার পেয়েছেন ১ ভোট। বাতিল হয় একটি ভোট। সাধারণ সম্পাদক পদে সমীর রায় পেয়েছেন ১০ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দি বোরহান উদ্দীন বুলু পেয়েছেন ৬ ভোট, বাতিল হয়েছে ১ ভোট। এর আগে বিনা প্রতিদ্বন্দিতায় সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হন এস কে হাসান। উত্তেজনাপূর্ণ নির্বাচনে ভোটার, সাধারণ জনগন ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য উপস্থিতি ছিলো চোখে পড়ার মত।
আশাশুনি প্রেসক্লাবে ফারুক সভাপতি ও সমীর সম্পাদক নির্বাচিত

