ইউক্রেন ছাড়া জি-২০ এর স্বার্থে কিছুই নেই! ধিক্কার দিলেন লাভরভ

কর্তৃক porosh
০ কমেন্ট 26 ভিউস

আন্তর্জাতিক ডেস্ক:

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেছেন, ইউক্রেনের বাইরে জি-২০ এর কোনো স্বার্থ নেই! এটা লজ্জার। ভারতের রাজধানী নয়াদিল্লিতে বার্ষিক ভূরাজনৈতিক এক সংলাপে রুশ পররাষ্ট্রমন্ত্রী এই মন্তব্য করেন।

লাভরভ বলেন, ‘অর্থমন্ত্রী এবং কেন্দ্রীয় ব্যাংকের পরিচালকপর্যায়ে ১৯৯৯ সালে জি-২০ প্রতিষ্ঠিত হয়েছিল। ২০০৮ সালে জি-২০ এর একটি সামিট হয়। ফাইন্যান্স এবং মাইক্রোফাইন্যান্স নীতি ছাড়া সম্মেলনে কেউ আর অন্য কিছুই বলেনি। লাভরভ এই ঘটনাকে ‘উপহাস’ হিসেবে উল্লেখ করেন।

ইউক্রেন যুদ্ধ রাশিয়ার জ্বালানি স্বার্থে কিভাবে প্রভাব ফেলেছে এমন প্রশ্নের জবাবে লাভরভ বলেন, ‘আমরা যুদ্ধ থামানোর চেষ্টা করছি। ইউক্রেনের সাধারণ মানুষ ব্যবহার করে এই যুদ্ধ রাশিয়ার ওপর শুরু করা হয়েছে বলে মন্তব্য করেন তিনি। সিএনএনের খবর, লাভরভের এই বক্তব্য উপস্থিত দর্শকদের মধ্যে হাসির উদ্রেক করে।

বৃহস্পতিবার ভারতের রাজধানী নয়া দিল্লিতে দুই দিনের জি–টোয়েন্টি জোটভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক কোনো যৌথ ঘোষণা ছাড়াই শেষ হয়। ইউক্রেন থেকে রাশিয়ার নিঃশর্তভাবে পুরোপুরি সেনা প্রত্যাহারের আহ্বান জানিয়ে যৌথ বিবৃতি তৈরি হয়েছিল। কিন্তু রাশিয়ার আপত্তিতে চীন সমর্থন জানানোয় তা আলোর মুখ দেখেনি। ফলে যৌথ ঘোষণা ছাড়াই শেষ হয় জি–টোয়েন্টি জোটভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন।

এর আগে বেঙ্গালুরুতে জি-২০ গোষ্ঠীভুক্ত দেশগুলোর অর্থমন্ত্রীদের সম্মেলন হয়। সেখানেও যৌথ বিবৃতির বদলে ‘আউটকাম ডকুমেন্ট’ বা আলোচনা সারসংক্ষেপ পেশ করা হয়।



রিলেটেড পোস্ট

মতামত দিন

error: Content is protected !!