ইন্দোর টেস্ট: ভারতকে ৯ উইকেটে হারাল অস্ট্রেলিয়া

কর্তৃক porosh
০ কমেন্ট 23 ভিউস

স্পোর্টস ডেস্ক:

ইন্দোরে বর্ডার-গাভাস্কার টেস্ট সিরিজের তৃতীয় ম্যাচে জয়ের মঞ্চ প্রস্তুতই ছিল অস্ট্রেলিয়ার জন্য। তৃতীয় দিনে জিততে তাদের প্রয়োজন ছিল মাত্র ৭৬ রান। শুক্রবার দেড় ঘণ্টারও কম সময়ে ১ উইকেট হারিয়ে জয়ের বন্দর নোঙর ফেলে অজিরা। ৯ উইকেটে ভারতকে হারায় তারা। পাশাপাশি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিত করেছে টিম অস্ট্রেলিয়া।

৭৬ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই ধাক্কা খায় অজিরা। কোনো রান না করেই সাজঘরে ফেরেন উসমান খাজা। এই অভিজ্ঞ ওপেনারকে দিনের দ্বিতীয় বলেই ফিরিয়ে অজি শিবিরে প্রথম আঘাত হানেন রবিচন্দ্রন অশ্বিন।

এমন শুরুর পর হয়তো স্বপ্ন দেখতে শুরু করেফছিল ভারতের সমর্থকেরা। কিন্তু দ্বিতীয় উইকেটে ট্রাভিস হেড এবং মার্নাস ল্যাবুশেন মিলে দুর্দান্ত জুটি গড়েন। তাদের অবিচ্ছিন্ন ৭৮ রানের জুটিতে ৯ উইকেটের সহজ জয় নিশ্চিত করে অজিরা। ৪৯ রানে অপরাজিত ছিলেন হেড। আর ল্যাবুশেনের ব্যাট থেকে এসেছে অপরাজিত ২৮ রান।

এর আগে ভারত নিজেদের প্রথম ইনিংসে ১০৯ রানে অলআউট হয়েছিল। জবাবে অস্ট্রেলিয়া তাদের প্রথম ইনিংসে করেছিল ১৯৭ রান। হাঁফ সেঞ্চুরি তুলে নিয়েছিলেন উসমান খাওয়াজা।

এরপর দ্বিতীয় ইনিংসে ১৬৩ রানে অলআউট হয় ভারত। যেখানে অজিদের হয়ে নাথান লায়ন একাই ৮ উইকেটে শিকার করেছেন। সবমিলিয়ে ম্যাচে ১১ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন এই স্পিনার।



রিলেটেড পোস্ট

মতামত দিন

error: Content is protected !!