ঈদের কেনাকাটা করে বাড়ি ফেরা হলনা সহোদরের

কর্তৃক Abdur Rahman
০ কমেন্ট 151 ভিউস
কিশোর কুমার: ঈদের কেনাকাটা করে বাড়ি ফেরার পথে নিহত হয়েছে  দুই  সহোদর ভাই । শুক্রবার সন্ধ্যায় মোটর সাইকেলে চড়ে  বাড়ি ফেরার পথে তালা উপজেলার  হাজরাপাড়া নামকস্থানে  প্রাইভেট কারের   সাথে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হলে   ঘটনাস্থলে ইমরান হোসেন (১৯) ও রিফাত হোসেন (১৬) দুইভাই  গুরত্বর  আহত হয়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।  শুক্রবার রাতে  চিকিৎসাধীন অবস্থায় ইমরান মারা যায়। এদিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকাতে নিয়ে যাওয়ার পথিমধ্যে রিফাত মারা যায়। দুই ভাইয়ের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত দুইভাই উপজেলার মাগুরা এলাকার আসাদ মোড়লের ছেলে। ওই সময় আহত হয় একই এলাকার মিঠু গাজীর ছেলে সুজন গাজী (২৫)। সে বর্তমানে বাড়িতে চিকিৎসাধীন। আহত মিঠু গাজী জানায়, শুক্রবার সন্ধ্যার দিকে খলিষখালী এলাকা থেকে  বাড়ি ফেরার পথে তারা হাজরাড়া এলাকায় এক প্রাইভেটকারের সাথে মুখেমুখি সংঘর্ষ হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।সেখানে চিকিৎসাধীন অবস্তায় ইমরান ও উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে মারা যায় রিফাত। নিহত বাড়িতে চলছে এখন মাথ্যম শোক।  শনিবার সকালে গ্রামের বাড়িতে জানাযা শেষে দাফন সম্পন্ন হয়। তালা থানার ভারপ্রাপ্তকর্মকর্তা  (ওসি)  চৌধুরী রেজাউল করিম জানান, বিষয়টি তিনি শুনেছেন।তবে ঘটনাস্থল পাটকেলঘাটা থানার আওতায়। বিষয়টি নিয়ে পাটকেলঘাটা  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) কাঞ্চন কুমার রায়ের সাথে কথা বললে তিনি  জানান, মৃত্যুর বিষয়টি শুনেছেন। তবে এ বিষয়ে  এখনো কেউ লিখিত অভিযোগ করেনি।


রিলেটেড পোস্ট

মতামত দিন

error: Content is protected !!