শেখ রিপজা হোসেন : সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু এডিএস প্রেসক্লাবে চেক প্রদান করেন। মঙ্গলবার(২৪ডিসম্বর) বেলা ১২টায় উপজেলা পরিষদেএ চেক প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন এডিএস প্রেসক্লাব প্রধান উপদেষ্টা শেখ হেদায়েতুল ইসলাম ,সভাপতি আলমগীর কবীর মুকুল, সাধারণ সম্পাদক জি.এম আজিজুল ইসলাম ,যুগ্ম-সম্পাদক মুর্শিদ আলম, কোষাধ্যক্ষ শেখ তৈমুর হাসান, প্রচার সম্পাদক শেখ খাবিরুল্লাহ, সাহিত্য সম্পাদক সেকেন্দার আবু জাফর, দপ্তর সম্পাদক শেখ রিপজা হোসেন,নির্বাহী সদস্য মো: আবু ছালেক প্রমুখ।এসময় আসাদুজ্জামান বাবু ক্লাবের উন্নয়নের সার্থে ১৫ হাজার টাকার চেক প্রেসক্লাব সভাপতি আলমগীর কবীর মুকুলের হাতে তুলেদেন।
এডিএস প্রেসক্লাবের উন্নয়নে চেক প্রদান


পূর্ববর্তী পোস্ট