প্রেস বিজ্ঞপ্তি: স্বদেশ-সাতক্ষীরার আয়োজনে এসিড সারভাইভারদের সংগঠন সেতুবন্ধন গড়ি নেটওয়ার্কের (এসবিজিএন) ত্রৈমাসিক সমন্বয় সভায় অনুষ্ঠিত হয়েছে। ৩ জুলাই ২০২৩ বৃহস্পতিবার বেলা ১১টায় শহরের কাটিয়া আমতলা মোড়স্থ স্বদেশ’র হলরুমে একশনএড বাংলাদেশ’র সহযোগিতায় স্বদেশ’র বাস্তবায়নে এসিড সারভাইভারদের সংগঠন সেতুবন্ধন গড়ি নেটওয়ার্কের (এসবিজিএন) এই ত্রৈমাসিক সমন্বয় সভায় অনুষ্ঠিত হয় সভায় বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। সেতুবন্ধন গড়ি নেটওয়ার্কের (এসবিজিএন) নির্বাহী কমিটির সভাপতি শাহানারার সভাপতিত্বে সভায় অনলাইনে ঢাকা থেকেই অনলাইনে যুক্ত হন একশন এইড বাংলাদেশ’র ওম্যান রাইটস এন্ড জেন্ডার ইক্যুইটি প্রকল্পের সিনিয়র প্রোগ্রাম অফিসার নুরুন নাহার। এসময় উপস্থিত ছিলেন স্বদেশ-সাতক্ষীরার নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত, প্রোগ্রাম অফিসার (এসবিজিএন) ফারুক রহমান, এসবিজিএনের সহ-সভাপতি নাজমা খাতুন, সাধারণ সম্পাদক সফুরা খাতুন, নাছিমা খাতুন, নুর নাহার, গঙ্গা দাসী, আহেদ আলী প্রমুখ।
এসিড সারভাইভারদের সংগঠন সেতুবন্ধন গড়ি নেটওয়ার্কের ত্রৈমাসিক সমন্বয় সভা
পূর্ববর্তী পোস্ট