ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে নব জীবন এর আয়োজনে আলোচনা সভা

কর্তৃক Ayub hossaen Rana
০ কমেন্ট 46 ভিউস

প্রেস বিজ্ঞপ্তি:

নব জীবন এর আয়োজনে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন নব জীবন এর নির্বাহী পরিচালক তারেকুজ্জামান খান। তিনি বলেন, বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ইতিহাসে এক অনন্য দিন ৭ ই মার্চ। এদিন লাখ লাখ মুক্তিকামী মানুষের সামনে দাঁড়িয়ে বঙ্গবন্ধু বলেছিলেন, ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’। সেদিন মহান মুক্তির আনন্দে উজ্জীবিত বাঙালি জাতির সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বজ্রকণ্ঠে ঘোষণা করলেন তাঁর অমর বাণী। তিনি আরো বলেন, আজ আমরা স্বাধীন বাংলাদেশে বাস করে যে সকল সুযোগ সুবিধা স্বাধীনভাবে ভোগ করছি এবং দেশে যে শিল্প, সংস্কৃতি, বাণিজ্য ও অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে সুযোগ সৃষ্টি হয়েছে সেগুলো আমাদের মেধা ও মনন দিয়ে কাজে লাগাতে হবে। আমরা যে যেখানে যে ধরণের কাজের সাথে সম্পৃক্ত সেখান থেকে সর্বোচ্চ মেধা দিয়ে কাজ করতে হবে তবেই এই মহান ব্যক্তিত্ব্যের অনুপ্রেরনা সার্থক হবে। এছাড়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নবজীবন পলিটেকনিক ইন্সটিটিউট এর অধ্যক্ষ শেখ রফিকুল ইসলাম, নবজীবন ইনস্টিটিউটের সহকারী প্রধান শিক্ষক শেখ মফিজুর রহমান, এইচ আর এন্ড এ্যাডমিন অফিসার মোঃ রেজাউল করিম, অহিদুজ্জামান খান সহ শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ এবং নব জীবন এর সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন নবজীবন পলিটেকনিক ইন্সটিটিউটের ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টাল হেড বাচ্চু মুনসি।



রিলেটেড পোস্ট

মতামত দিন

error: Content is protected !!