প্রেস বিজ্ঞপ্তি: নকল, ভেজাল, রেজিস্ট্রেশনবিহীন ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ এবং রেজি: চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া এন্টিবায়োটিক বিক্রয় করার প্রতিরোধে জনসচেতনামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় শহরের ইটাগাছাস্থ সাতক্ষীরা ড্রাগ সুপার এর কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয়। ঔষধ প্রশাসন অধিদপ্তর, সাতক্ষীরার আয়োজনে বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতি কালিগঞ্জ উপজেলা শাখার সার্বিক সহযোগিতায় কালিগঞ্জ উপজেলার ঔষধ ব্যবসায়ীদের নিয়ে উক্ত সভাটি অনুষ্ঠিত হয়। “ঔষধ – বিক্রয় ইনভয়েস/ ক্যাশমেমোর মাধ্যমে করি” ভেজাল মেয়াদ উত্তীর্ণ ওষুধ প্রতিরোধ করি” স্লোগানের মধ্য দিয়ে প্রধান অতিথি ছিলেন জেলা ঔষধ পরিদর্শক সুশীল কুমার ঢালী। বিশেষ অতিথি ছিলেন কালিগঞ্জ উপজেলা কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির সভাপতি আব্দুর রশিদ, সহ-সভাপতি মমিনুর রহমান প্রমুখ।
ওষুধ ব্যবসায়ীদের নিয়ে জনসচেতনামূলক সভা
পূর্ববর্তী পোস্ট