কলারোয়ায় অসহায় পরিবারের বসত ভিটা দখলের চেষ্টা!

কর্তৃক porosh
০ কমেন্ট 21 ভিউস

নিজস্ব প্রতিনিধি:

কলারোয়ায় হেলাতলা ইউনিয়নের কোটাবাড়ি গ্রামে আদালতে মামলা চলমান অবস্থায় অসহায় পরিবারের পৈত্রিক বসত ভিটা দখলের চেষ্টা করতেছে দুর্বৃত্তরা।

এ বিষয়ে মামলার বাদী বৃদ্ধা রোকেয়া বেগম বলেন, ২৭ সাল ও ৬২ সালে রেকর্ড অনুযায়ী ১.৮৩ একর জমির মালিক আমরা এবং সেই থেকে আমাদের পূর্ব পুরুষগণ বসবাস করে আসছে। কিন্তু ৯০ সালে আমাদের এলাকার আবুল কালাম, কাশেম সরদার, আনিসুর, লাভলু, কদম আলী গং জালিয়াতি করে বিপুল অর্থের বিনিময়ে আমাদের প্রায় ১০০ বছরের বসত ভিটা, আমাদের প‚র্ব পুরুষদের কবরস্থান, ও বহু ম‚ল্যবান বাগান দখলের জন্য বিভিন্ন ভাবে চেষ্টা করে যাচ্ছে।

তিনি আরো বলেন, বিজ্ঞ আদালতে মামলা চলমান রয়েছে। কিন্তু কোন কিছুর তোয়াক্কা না করে ক্ষমতা দাপটে তারা আমাদের বসত ভিটা, প‚র্ব পুরুদের কবরস্থান ও বাগান দখলের জন্য বিভিন্ন ভাবে আমাদের নির্যাতন করে। আমারা গরিব অহায় এজন্য এলাকার মেম্বার আমিরুল সহ অন্যরা আমাদের সহযোগিতা করেনা। টাকা দিয়ে ওরা সকল মানুষকে ম্যানেজ করে ফেলে। আমরা গরিব মানুষ তাই কেউ আমাদের সহযোগিতায় এগিয়ে আসে না। আমাদের ওয়ার্ডের সদস্য আমিরুল ইসলাম তাদের সহযোগী করে যাচ্ছে। আমারা তার কাছে গেলে আমাদের উল্টা পাল্টা বুঝিয়ে পাঠিয়ে দেয়। আমারা কোন জায়গায় গিয়ে বিচার পাই না। স্থানীয়ভাবে শালিস বিচার করেও কোন সমাধান হয়নি। আবুল কালাম গং বিভিন্ন সময় আমাদের বসত ভিটা ও কবরস্থান দখলের চেষ্টা করলে আমারা তাদের প্রতিহত করতে গেলে দেশিয় অস্ত্র দিয়ে আমাদের আহত করে। অতি সম্প্রতি তারা আমাদের বাগানের গাছ কাটে নিয়ে যাওয়ার সময় আমারা বাধা দিলে আমাদের মেরে আহত করে।

তাদের টাকার কাছে আমার অসহায়। সাতক্ষীরা জেলা প্রশাসক, পুলিশ সুপার, ইউএনও কলারোয়া, কলারোয়া থানার ওসি’র সুদৃষ্টি কামনা করছি।



রিলেটেড পোস্ট

মতামত দিন

error: Content is protected !!