কলারোয়া প্রতিবেদক: কলারোয়ায় সাংবাদিক মো. রেজওয়ানুল ইসলাম রাব্বি (২২ কে প্রাণনাশের হুমকি দিয়েছে দুর্বৃত্তরা। সে উপজেলা পৌর সদরের গদখালী গ্রামের বাসিন্দা। তিনি দৈনিক পর্যবেক্ষণ ও দৈনিক সাতনদী পত্রিকায় কলারোয়া প্রতিনিধি হিসেবে কাজ করছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজের তিতুমীর কলেজে অর্থনীতি বিভাগে দ্বিতীয় বর্ষে পড়াশোনা করছেন। তিনি সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির সদস্য। মো. রেজওয়ানুল ইসলাম রাব্বি, সংবাদ সংগ্রহের কাজে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছিলেন। সকাল ৯টা ২৭ মিনিটে ০১৫১৮৯৫২০৪৮ নম্বর থেকে তাঁকে ফোন করা হয়। এ সময় তাঁকে গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেয় দুর্বৃত্তরা। সাংবাদিককে হত্যার হুমকি দেওয়ার ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন সাংবাদিক নেতারা। দ্রুত হুমকিদাতার শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান নেতারা।