কলারোয়ার খোরদো গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে সাতক্ষীরা ফুটবল একাদশের শিরোপা জয়

কর্তৃক Ahadur Rahman Jony
০ কমেন্ট 45 ভিউস
কামরুল হাসান, কলারোয়া : কলারোয়ার খোরদোতে আব্দুল ওয়াদুদ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে যশোর ফুটবল একাডেমিকে হারিয়ে শিরোপা জয় করেছে সাতক্ষীরা ফুটবল একাদশ। ‘মাদককে না বলুন, সন্ত্রাসকে পরিহার করুন, খেলাধুলাকে হ্যা বলুন’- শীর্ষক স্লোগানে শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার দেয়াড়া ইউনিয়নের খোরদো বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় ফুটবল মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলায় যশোরকে ২-১ গোলে হারিয়ে শিরোপা জেতে সাতক্ষীরা ফুটবল একাদশ ।
খোরদো কপোতাক্ষ ফুটবল একাদশ আয়োজিত টুর্নামেন্টের শিরোপা নির্ধারণী এই ম্যাচে প্রথমার্ধের শুরুতেই আক্রমন পাল্টা আক্রমণের মধ্যে ২৬মিনিটের সময় যশোরের ১২নম্বর জার্সিধারী খেলোয়াড় টিটু গোল করে দলকে এগিয়ে নেন। বিরতির পরে ১০মিনিটের সময় সাতক্ষীরার ৪নম্বর জার্সিধারী খেলোয়াড় সুমন গোল করে দলকে সমতায় ফেরান।
এরপর ২০মিনিটের সময় ফাউলের সুবিধা পেয়ে পেনাল্টি শটে সাতক্ষীরার ৬নম্বর নাইজেরিয়ান খেলোয়াড় দারুস গোল করে নিজেদের জয় নিশ্চিত করেন। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন মেহেদি হাসান ইমন। সহকারি রেফারি ছিলেন মিয়া ফারুক হোসেন স্বপন ও মাসউদ পারভেজ মিলন।
চতুর্থ রেফারি ছিলেন আবু সাঈদ। ধারাবিবরণীতে ছিলেন মাস্টার শেখ শাহাজাহান আলী শাহীন ও পলাশ ঘোষ। বিপুল সংখ্যক দর্শক খেলাটি উপভোগ করেন। পরে পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরএম সেলিম শাহনেওয়াজ।
স্থানীয় দেয়াড়া ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান মফের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মুনীর-উল-গীয়াস, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আনোয়ার ময়না, মনিরামপুর উপজেলার ঝাপা ইউপি চেয়ারম্যান শামছুল হক মন্টু, স্থানীয় ইউনিয়ন আ.লীগ নেতা আব্দুল কুদ্দুস চুন্নু প্রমুখ। খেলাটি উপভোগ করেন কলারোয়া থানার এসআই রিপন, মোস্তাফিজুর রহমানসহ ফুটবল প্রেমীমানুষ।


রিলেটেড পোস্ট

মতামত দিন

error: Content is protected !!