কলারোয়ায় চুরি মামলায় যুবক আটক

কর্তৃক Ahadur Rahman Jony
০ কমেন্ট 51 ভিউস

নিজস্ব প্রতিবেদক: কলারোয়ায় চুরি মামলায় ওয়ারেন্টভুক্ত আসামী সুজন মোড়ল (২৪) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। সে উপজেলার ছলিমপুর গ্রামের জাহাঙ্গীর মোড়লের ছেলে। বুধবার সকালে থানার এসআই ফারুক হোসেন জানান-সুজন মোড়ল নড়াইলে চুরি মামলায় তার নামে জিআর-২২৯/১৮মামলায় ওয়ারেন্ট থাকায় গোপন সংবাদের ভিত্তিতে ভোররাতে তার বাড়ীতে অভিযান চালিয়ে আটক করা হয়। আটককৃত সুজন মোড়লকে সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।



রিলেটেড পোস্ট

মতামত দিন

error: Content is protected !!