জুলফিকার আলী,কলারোয়া (সাতক্ষীরা)প্রতিনিধি: কলারোয়ায় জমিজমা সংক্রান্তের জের ধরে ওষুধ ব্যবসায়ী রফিকুল ইসলামকে পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। আতহ রফিকুল ইসলাম পৌর সদরের তুলসীডাঙ্গা গ্রামের মৃত খোদা বক্স এর ছেলে। বৃহস্পতিবার বেলা ১টার দিকে কলারোয়া বাজারে এঘটনাটি ঘটেছে। এঘটনার প্রতিকার চেয়ে আহত রফিকুল ইসলাম নিয়াজ খান, বাবু খান, মাহমুদা খাতুন, শিউলী খাতুন, নাফিজ খান, বৃষ্টি খাতুনকে বিবাদী করে কলারোয়া থানায় একটি অভিযোগ দিয়েছেন। আহত রফিকুল ইসলাম জানান- নিয়াজ খানের সাথে জমিজমা সংক্রা নিয়ে পূর্ব বিরোধ আছে। সে পুর্ব পরিকল্পিত ভাবে বৃহস্পতিবার বেলা ১টার দিকে লাঠি সোটা নিয়ে অশ্লীণ ভাষায় গালিগালাজ করে। প্রতিবাদ করাতে সে ক্ষিপ্ত হয়ে লোহার রড় দিয়ে তাকে পিটিয়ে জখম করে। এসময় তার ডাক চিৎকারে বাবু খান, মাহমুদা খাতুন, শিউলী খাতুন, নাফিজ খান, বৃষ্টি খাতুন সন্ত্রাসী কায়দায় ঝপিয়ে পড়ে এলোপাতাড়ী ভাবে পিটিয়ে মারাক্তক জখম করে। এসময় তার মাথা ফেটে রক্ত ঝরতে থাকে। ঘটনায় তিনি জ্ঞান হারিয়ে ফেলে। পরে স্থানীয়রা এগিয়ে এসে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে কলারোয়া সরকারী হাসপাতালে ভর্তি করে। পরে খবর পেয়ে থানা পুলিশ ঘটনা স্থান পরিদর্শন করে এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে নেয়াজ খানসহ তাদের ৫জনকে থানায় ডেকে নিয়ে যায়।
কলারোয়ায় জমিজমা সংক্রান্ত বিরোধে ওষুধ ব্যবসায়ীকে পিটিয়ে জখম


পূর্ববর্তী পোস্ট