কলারোয়া উপজেলা আওয়ামী লীগের জরুরী সভা অনুষ্ঠিত

কর্তৃক Ahadur Rahman Jony
০ কমেন্ট 81 ভিউস

কামরুল হাসানঃ  কলারোয়া উপজেলা আওয়ামী লীগের জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ওই সভা অনুষ্ঠিত হয়। আসন্ন শারদীয় দূর্গোৎসব, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন আ.লীগের কাউন্সিল, দলীয় শৃঙ্খলা রক্ষাসহ প্রাসঙ্গিক বিভিন্ন বিষয় নিয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি সাবেক সাংসদ আলহাজ্ব বিএম নজরুল ইসলাম। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। উপজেলার ১২টি ইউনিয়নের বিভিন্ন ইউনিটের দলটির শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন। এসময় উপজেলা আওয়ামী লীগের সাবেক আহবায়ক সাজেদুর রহমান খান চৌধুরী মজনু, বর্তমান সাংগাঠনিক সম্পাদক স.ম মোরশেদ আলী, সহ.দপ্তর সম্পাদক মাস্টার রফিকুল ইসলাম, হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি আওয়ামী লীগ নেতা সিদ্ধেশ্বর চক্রবর্তী, উপজেলা বিআরডিবি’র চেয়ারম্যান মশিয়ার রহমান বাবু, পৌর কাউন্সিলর আলফাজ উদ্দিন, কেঁড়াগাছি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ভুট্টোলাল গাইন, শফিউল আলম শফি, জিকরিয়া, শিমুল প্রমুখ বক্তব্য রাখেন। সভা পরিচালনা করেন আওয়ামী লীগ নেতা ও কলারোয়া সরকারি কলেজের সাবেক এজিএস মোস্তাফিজুর রহমান মোস্ত।



রিলেটেড পোস্ট

মতামত দিন

error: Content is protected !!