কামরুল হাসান, কলারোয়া : কলারোয়া ও সাতক্ষীরা সদর থানার ৩ টি পৃথক প্রতিষ্ঠানে ‘সততা স্টোর’ উদ্বোধন করলেন দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, খুলনার উপ-পরিচালক। মঙ্গলবার কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, কলারোয়া গার্লস পাইলট হাইস্কুল ও সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গা মাদরাসায় পৃথক ৩ টি ‘সততা স্টোর’ উদ্বোধন করেন দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, খুলনা’র উপ-পরিচালক মোঃ নাজমুল হাসান। এসময় বিশেষ অতিথি ছিলেন কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ মুনীর-উল-গীয়াস, দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, খুলনার উপ সহকারী পরিচালক ফয়সাল কাদের, জেলা পরিষদ সদস্য আলহাজ্ব শেখ আমজাদ হোসেন, বিশিষ্ট সাংবাদিক ইয়ারব হোসেন, সমাজসেবক আলহাজ্ব ডা: আব্দুল জব্বার। সকল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) সভাপতি প্রধান শিক্ষক আখতার আসাদুজ্জামান। স্বাগত বক্তব্য দেন প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল, প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব ও মাদরাসা অধ্যক্ষতোফাইল আহমেদ। এছাড়া একই অনুষ্ঠানে বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয় ও গার্লস পাইলট হাইস্কুলের শিক্ষার্থীদের মাঝে দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে শিক্ষা উপকরণ হিসেবে দুর্নীতি বিরোধী নানা বাক্যসম্বলিত ছাতা, খাতা, জ্যামিতি বক্স ও স্কেল বিতরণ করা হয়। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি লতিফা আক্তার, সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক মুজিবুর রহমান, উপজেলা দুপ্রক সদস্য সাংবাদিক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, সহকারী অধ্যাপক কামরুজ্জামান পলাশ ও শিক্ষক উৎপল কুমার সাহা, সহকারী প্রধান শিক্ষক আসাদুজ্জামান, এস আই সুবীর কুমার প্রমুখ।
কলারোয়া ও ঝাউডাঙ্গায় ৩ ‘সততা স্টোর’ উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ


পূর্ববর্তী পোস্ট