কাদাকাটি ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের কমিটি পুনঃ গঠন

কর্তৃক Ahadur Rahman Jony
০ কমেন্ট 87 ভিউস

সচ্চিদানন্দদেসদয়: বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ আশাশুনি উপজেলার কাদাকাটি ইউনিয়ন শাখা কমিটি পুনঃ গঠন করা হয়েছে। তেতুলিয়া মোস্তফা মার্কেটে অনুষ্ঠিত সভায় এ কমিটি আনুষ্ঠানিক ভাবে পুনঃ গঠন করা হয়।
জি এম মঞ্জুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি এস এম সাহেব আলি। বিশেষ অতিথি ছিলেন, রফিকুল ইসলাম, শামীম হোসেন,আঃ আলিম, ও রোকনুজ্জামান। সভায় রুহুল কুদ্দুছকে সভাপতি, ফিরোজ শাহাকে সিনিঃ সহ-সভাপতি, সমেদ আলি, ইদ্রিস গাজী, সালাহ উদ্দিন গাজী ও আঙ্গুর সানাকে সহ-সভাপতি, রায়হান আহমেদকে সেক্রেটারী, কামরুল ইসলাম, বিপ্লব রায়কে সহ-সম্পাদক, গোলাম মোস্তফা সাংগঠনিক সম্পাদক, রফিকুল গাজীকে সহ-সাংগঠনিক, মফিজুল সরদারকে প্রচার ও প্রকাশনা, শহিদুলকে সহ প্রচার ও প্রকাশনা, আঃ সালামকে দপ্তর, টগর সানাকে সহ-দপ্তর, আলী হোসেন গাজীকে অর্থ, বিজন সরকারকে ত্রাণ, আবজাল সরদারকে তথ্য ও গবেষণা, জিয়া সানাকে যুব ও ক্রীড়া, পলাশ মোগলকে শিক্ষা, পবিত্র সরকারকে স্বাস্থ্য, রবীন মন্ডলকে বিজ্ঞান, স্বপন গাইনকে আইন বিষয়ক, লাভলী আক্তারকে মহিলা বিষয়ক ও রেখা পালকে সহ মহিলা বিষয়ক সম্পাদক করে ৪৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।



রিলেটেড পোস্ট

মতামত দিন

error: Content is protected !!