কাদাকাটি বাজারে টয়লেট নির্মান কাজ উদ্বোধন

কর্তৃক porosh
০ কমেন্ট 36 ভিউস

আশাশুনি প্রতিনিধি:

আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের কচুয়া আরার কাদাকাটি হাজীরহাট বাজারে কমিউনিটি টয়লেট নির্মান কাজের উদ্বোধন করা হয়েছে।

বাজার ভিত্তিক বায়তুল আমান জামে মসজিদের পাশে প্রায় সাত লক্ষ টাকা ব্যয় বরাদ্দে কমিউনিটি টয়লেট নির্মান কাজের (মোবাইল বক্তব্যের মাধ্যমে) শুভ উদ্বোধন করেন, সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার আ ফ ম রুহুল হক এমপি। এসময় কুল্যা ইউপি চেয়ারম্যান ওমর ছাকি ফেরদৌস পলাশসহ জন প্রতিনিধি ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।



রিলেটেড পোস্ট

মতামত দিন

error: Content is protected !!