কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে দায়িত্ব অবহেলার অভিযোগে মামলা করবে পুলিশ

কর্তৃক porosh
০ কমেন্ট 30 ভিউস

জাতীয় ডেস্ক:

চট্টগ্রামের সীতাকুণ্ডে সীমা অক্সিজেন কারখানায় বিস্ফোরণের ঘটনায় এখনও থানায় মামলা হয়নি। বিস্ফোরণের ঘটনায় দায়িত্ব অবহেলার অভিযোগ এনে কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা করবে পুলিশ।

ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান শেষ হওয়ার পর হতাহতদের চূড়ান্ত তথ্য সংগ্রহের পর মামলা করা হবে। সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।

ওসি বলেন, ‘বিস্ফোরণের কারণে হতাহতের ঘটনা ঘটেছে। এতে কারখানা কর্তৃপক্ষের অবহেলা আছে। তবে কী ধরনের অবহেলা আছে, সেটা জানতে তদন্ত চলছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে পরামর্শ করে অবহেলার কারণে এ মামলা করা হবে।’

ওসি বলেন, ‘দুর্ঘটনার পর থেকে এ পর্যন্ত কারখানার মালিকপক্ষ আমাদের সঙ্গে যোগাযোগ করেনি। যদি মালিকপক্ষের অবহেলার কারণে এ দুর্ঘটনা ঘটে থাকে তাহলে মালিকদেরও আসামি করা হবে।’

সীতাকুণ্ড সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এ বি এম নায়হানুল বারী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কারখানায় বিস্ফোরণের ঘটনায় অবশ্যই মামলা হবে। জেলা প্রশাসনের গঠিত সাত সদস্যের তদন্ত কমিটির টিম আজ দুর্ঘটনাস্থল পরিদর্শন করবে। তদন্তের পর মামলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। দুর্ঘটনার জন্য কেউ যদি দায়ী হন অবশ্যই তাকে আইনের আওতায় আনা হবে।’

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এস এম শফিউল্লাহ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দুর্ঘটনায় যারা মারা গেছেন তাদের স্বজন কিংবা আহতদের কেউ মামলা নিয়ে আসলে ভালো হয়। যদি তাদের কেউ মামলা না করে তাহলে বিকল্প পদ্ধতিতে মামলা হবে।’



রিলেটেড পোস্ট

মতামত দিন

error: Content is protected !!