কার প্রেমে পড়লেন শুভশ্রী?

কর্তৃক porosh
০ কমেন্ট 52 ভিউস

বিনোদন ডেস্ক:

টালিউড পরিচালক রাজ চ্যাটার্জি ও নায়িকা শুভশ্রীর মধ্যকার প্রেমের কথা সবারই জানা। একপ্রকার গভীর প্রেমে ডুবে থাকেন তারা। বিয়ের চার বছর হলেও এখনো তাদের প্রেম গভীর, যা সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই স্পষ্ট।

কিছুদিন আগেই রাজকে চুমুতে ভরিয়ে দেয়ার ছবি পোস্ট করেছিলেন টালি অভিনেত্রী। এ নিয়ে অবশ্য সোশ্যালে অনেক সমালোচনাও হয়েছিল। শুভশ্রীও জানিয়েছিলেন, এভাবেই তারা একে-অপরকে ভালোবাসে যাবেন।

নতুন করে কার প্রেমে পড়লেন এ নায়িকা? সোশ্যালে শুভশ্রী নিজেই জানিয়েছেন এ তথ্য। ইনস্টাগ্রাম স্টোরিতে দুটি ছবি পোস্ট করেছেন তিনি।

হিন্দুস্তান টাইমসের খবর অনুযায়ী ডান্স বাংলা ডান্স’র ব্যাকস্টেজে তোলা হয়েছে ছবিগুলো। এতে দেখা যাচ্ছে কফির মগ হাতে বসে আছেন টালি তারকা। সঙ্গে মাত্র কয়েকটি শব্দের একটি ক্যাপশন জুড়ে দিয়েছেন। আর সেটা নিয়েই আলোচনা-সমালোচনা।

গোলাপি রঙের থ্রি পিস পরিহিত রাজ-পত্নী ক্যাপশনে লিখেছেন, ‘মাই লাভ ফর কফি’। হ্যাঁ, দ্বিতীয় কোনো পুরুষের জন্য তার ভালোবাসা নয়। তবে পছন্দের পানীয়ের জন্য এই ভালোবাসা থাকা স্বাভাবিক।

প্রসঙ্গত, এ নিয়ে দ্বিতীয়বারের মতো ডান্স বাংলা ডান্সের বিচারকের আসনে বসলেন অভিনেত্রী। তার সঙ্গে রয়েছেন মৌনি রায়। যদিও চলতি সপ্তাহের শুটিংয়ে মৌনি ছিলেন না। বিচারকের আসনে ছিলেন ‘পপ’ খ্যাত তারকা পূজা ব্যানার্জি।



রিলেটেড পোস্ট

মতামত দিন

error: Content is protected !!