কালিগঞ্জে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরন

কর্তৃক Ahadur Rahman Jony
০ কমেন্ট 73 ভিউস

হাফিজুর রহমান কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জে কৃষিই সমৃদ্ধি এই শ্লোগানকে সামনে রেখে রবি/২০১৯-২০ মৌসুমে ভুট্টা, সরিষা, সূর্যমুখী ও শীতকালীন মুগ এবং গ্রীস্মকালীন মুগ ও গ্রীস্মকালীন তিল উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরন করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় কৃষি সম্প্রসারন অধিদপ্তরের হল রুমে ও কৃষি সম্প্রসারন অধিদপ্তর কালিগঞ্জের আয়োজনে বীজ ও রাসায়নিক সার বিতরন করা হয়। বীজ ও সার বিতরন অনুষ্ঠানে উপ-সহকারী কৃষি কর্মকর্তা সফিউল্লাহ এর সঞ্চালনায় এবং উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোজ্জামেল হক রাসেল এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মোঃ রুহুল আমিন। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সনিয়র সহ-সভাপতি সাঈদ মেহেদী। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রাণী ঘোষ, কুশুলিয়া ইউপি চেয়ারম্যান শেখ এবাদুল ইসলাম প্রমুখ। উপজেলার ১২ টি ইউনিয়ন থেকে ৫৩০ জন কৃষকের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরন করা হয়।



রিলেটেড পোস্ট

মতামত দিন

error: Content is protected !!