আব্দুর রহিম, কালিগঞ্জ: কালিগঞ্জে রাতের আঁধারে একটি বাড়িতে চুরি সংগঠিত হয়েছে। এ ঘটনায় এলাকার চিহ্নিত চোর মুন্না হোসেন বাবু (২০)কে দায়ী করছেন এলাকাবাসী। অভিযোগ সূত্রে জানা যায়, বুধবার (১লা নভেম্বর) রাত্র আনুমান সাড়ে আটটার সময় আব্দুর রাজ্জাকের স্ত্রী কবিতা বেগম তার বসত ঘরে তালাবদ্ধ করে বিশেষ কাজে নলতায় যায়। এই সুযোগে চোরদল ঘরের চাল কেটে ভিতরে প্রবেশ করে স্টিলের শোকেজের তালা ভেঙে ভিতরে রক্ষিত নগদ ৫০ হাজার টাকা, ২টি ঘটে থাকা ২৫ হাজার টাকা এবং ২টি স্বর্ণের চেনা, ২ জোড়া স্বর্ণের দুল, ৩টি আংটি, ৫টি নাকফুল, ২ ভরি ওজনের স্বর্ণ, মূল্যবান কাগজপত্রসহ সর্বমোট আনুমানিক ৫ লক্ষ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। সংঘটিত চুরির পরের দিন সকালে ববিতা বেগম বাড়িতে এসে দেখে ঘরের উপরের চাল কাটা এবং ঘরের ভিতরে বিভিন্ন ধরনের আসবাবপত্র ছড়ানো ছিটানো অবস্থায় পড়ে আছে। এ সময় মুন্নাকে চুরির কারণ জিজ্ঞাসা করলে সে ক্ষিপ্ত হয়ে অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকে এবং প্রকাশ্যে হুমকি দিয়ে বলে বিষয়টি কাউকে বললে হাত-পা ভেঙে দিবে এবং খুন করে ফেলবে। ভুক্তভোগী পরিবার এবং এলাকাবাসীর জোর দাবি পেশাদার চোর মুন্নাকে অতি দ্রুত আইনের আওতায় আনা হোক। কালিগঞ্জ থানার এসআই নকিব বলেন, আমার কাছে লিখত একটা অভিযোগ আসছে। মুন্না পেশাদার একজন চোর এটা সত্য। আমরা তাকে ধরার জন্য চেষ্টা করছি। আশাকরি অতি দ্রুত তাকে ধরতে পারবো। এ বিষয়ে কালিগঞ্জ থানা পুলিশ এবং সাতক্ষীরা জেলা পুলিশ সুপারের আশু হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
কালিগঞ্জে চুরির ঘটনায় থানায় অভিযোগ
পূর্ববর্তী পোস্ট