হাফিজুর রহমান, কালিগঞ্জ প্রতিনিধি: জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে বাড়ী ফেরার পথে প্রতিপক্ষরা ভাড়াটিয়া সন্ত্রাসী দিয়ে পিটিয়ে ও কুপিয়ে হরিসাধণ ঘোষ নামে এক ৭০ বছরের বৃদ্ধকে রক্তাক্ত জখম করেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টার সময় কালিগঞ্জ উপজেলার কুশুলিয়া ইউনিয়নের মহৎপুর গ্রামের ঘোষ পাড়ায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত হরিসাধন ঘোষ মহৎপুর গ্রামের মৃত রতিকান্ত ঘোষের পুত্র। এই সময় আহত হরিসাধন ঘোষকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে কালিগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়। উক্ত ঘটনায় শনিবার রাতে থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে। অভিযোগের সূত্র থেকে জানা যায় হরিসাধন ঘোষের সাথে তার ভাইপো ভক্ত দাসের সঙ্গে মহৎপুর মৌজার ২৫৪ নং খতিয়ানের ২৭৬ দাগের ৮২ শতক জমি নিয়ে প্রায় ২যুগ ধরে বিরোধ ও আদালতের মামলা চলে আসছে। উক্ত বিরোধকে কেন্দ্র করে কাকাকে শায়েস্তা করতে স্থানীয় কুলিয়া দূর্গাপুর গ্রামের সন্ত্রাসী রাশেদকে ভাড়া করে বৃহস্পতিবার রাতে বাড়ী ফেরার পথে মহৎপুর ঘোষ পাড়া নানু ঘোষের সামনে পৌছানো মাত্র তাকে রড এবং দা দিয়ে জখম করে। পর তার ডাক চিৎকারে স্থানীয়রা উদ্ধার করে কালিগঞ্জ হাসপাতালে ভর্তি করে।
কালিগঞ্জে জমি-জমা সংক্রান্ত বিরোধে ১ বৃদ্ধকে কুপিয়ে জখম

