হাফিজুর রহমান, কালিগঞ্জ প্রতিনিধি: সাতক্ষীরা থেকে ছেড়ে আসে সংগ্রাম পরিবহনের ধাক্কায় সজিবুল ইসলাম (১৮) নামক ১ টলি চালক ঘটনাস্থলে নিহত হয়েছে। বুধবার বিকাল ৫টার সময় কালিগঞ্জ শ্যামনগর মহসড়কে পিরোজপুর নামক স্থানে এ সংঘঘের ঘটনা ঘটে। নিহত টলি চালক সজিবুল ইসলাম সাতক্ষীরা জেলার সদর থানার ভোমরা নৌবাককাটি গ্রামের শফিকুল ইসলামের পুত্র। দূর্ঘটনার খবর পেয়ে কালিগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা গুরুত্বর আহত সজিবুল ইসলাম উদ্ধার করে কালিগঞ্জ হাসপাতালে নিয়ে কর্তব্যরত ডাঃ সুকান্ত বিশ্বাস তাকে মৃত বলে ঘোষনা করেন। পরে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। প্রত্যক্ষ দর্শী সূত্রে জানাযায় সাতক্ষীরা ছেড়ে আসা ঢাকা মেট্টো-ব-১৪-৬১৫৯ নম্বর সংগ্রাম পরিবহন শ্যামনগর অভিমুখে যাওয়ার পথে বিপরীত দিক থেকে টলি বোঝাই কাঠ নিয়ে আসার সময় পরিবহনের ধাক্কায় চালক সজিবুল ইসলাম নিহত হয়। গত শনিবার দিবাগত রাতে ঘূনিঝড় বুলবুলির আঘাতে রাস্তায় পড়ে থাকা গাছ জেলা পরিষদের দায়িত্বে গাছ নিয়ে সাতক্ষীরায় যাওয়ার পথে এ দূর্ঘটনা ঘটে। এ রিপোট লেখা পযর্ন্ত থানায় মামলার প্রস্তুুতি চলছিল। পরিবারের একমাত্র উপার্জনকারী সজিবুল নিহত হওয়ায় তার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
কালিগঞ্জে পরিবহনের ধাক্কায় ট্রলি চালক নিহত


পূর্ববর্তী পোস্ট