হাফিজুর রহমান, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি : সরকারী পেরিপেরি ভুক্ত কালিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী নাজিমগঞ্জ বাজারে উপজেলা প্রশাসন কে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে রাতারাতি অবৈধ ভাবে পাকা ঘর নির্মানের অভিযোগ পাওয়া গেছে। বাজারের ব্যবসায়ীদের অভিযোগের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিনের হস্তক্ষেপে সোমবার কাজ বন্ধ করে দিলেও এমপি’র নাম ভাঙ্গিয়ে রাতারাতি কাজ চালিয়ে যাচ্ছে বলে বাজারের ব্যবসায়ীরা জানান। কালিগঞ্জ উপজেলা মথুরেশপুর ইউনিয়নের বসন্তপুর গ্রামের নাসির উদ্দীনের পুত্র ওয়াহেদুজ্জামান এবং ফিরোজ হোসেন নিজেদের কে সংসদ সদস্যর নিকট আতœীয়র পরিচয় দিয়ে প্রশাসন কে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে নীতিমালা না মেনে বাজারের যমুনা ক্লিনিকের দক্ষিন পার্শ্বে ১তলা ছাদের ঢালাইয়ের শাটারিং এর কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে। ব্যবসায়ীরা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানালে তিনি সোমবার উপজেলা ভুমি অফিসের লোক দিয়ে কাজ বন্ধ করার নির্দেশ দিলেও উক্ত নির্দেশ অমান্য করে রাতারাতি কাজ চালিয়ে যাচ্ছে বলে ব্যবসায়ীরা জানান। এ ব্যাপারে সংশ্লিষ্ট বসন্তপুর ইউনিয়ন ভুমি অফিসের তহশীলদার দেবদাশ কে জিজ্ঞাসা করলে তিনি কিছু জানেন না বলে জানান। উপজেলা ভুমি অফিসের সার্ভেয়ার নাসির উদ্দীনকে বিষয়টি জিজ্ঞাসা করলে তিনি উপজেলা নির্বাহী কমকর্তাকে বলতে বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিন কে জিজ্ঞাসা করলে তিনি বন্ধ করার নির্দেশ দিয়েছেন বলে জানান। উপেক্ষা করে কাজ করলে যথাযথ আইনী ব্যবস্থা নেওয়া হবে বলে উল্লেখ করেন। ঘর মালিক অহিদুজ্জামান বিষয়টি পত্রিকায় না লিখে দিনভর সাংবাদিক ম্যানেজ করার কাজে ব্যস্ত ছিলেন।