হাফিজুর রহমান, কালিগঞ্জ: সাতক্ষীরার কালিগঞ্জে ফিল্মি স্টাইলে বিকাশ এজেন্টের ২৬ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে কালিগঞ্জ-শ্যামনগর সড়কের কাঁটাখালী নামকস্থানে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে পিস্তলের এক রাউন্ড তাজা গুলি ও ২টি গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ।
শ্যামনগর উপজেলার বিকাশ এজেন্টের শাখা ব্যবস্থাপক প্রদিপ কুমার দে, ফিল্ড কর্মকর্তা তামিম ও কাষ্টমার কেয়ারের কর্মকর্তা মিথুন জানান, বেলা ২টার সময় সাতক্ষীরা শহরের সাউথইষ্ট ব্যাংক থেকে বিকাশের ২৬ লাখ টাকা উত্তোলন করে মোটর সাইকেলযোগে তিনজন একত্রে শ্যামনগর ফিরছিলেন। প্রতিমধ্যে কালিগঞ্জ উপজেলার কাঁটাখালী নামকস্থানে পৌঁছালে শ্যামনগরের দিক থেকে আসা একটি মোটর সাইকেল তাদের গতিরোধ করে। ওই মোটর সাইকেলে তিনজন হেলমেট ধারী ছিলেন। তারা গতিরোধ করে তিন পিস্তল দিয়ে ২ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এ সময় তাদের পিঠের ব্যাগে রক্ষিত ২৬ লাখ টাকা ছিনতাই করে পালিয়ে যায়। তাৎক্ষণিক ঘটনাটি কালিগজ্ঞ থানা পুলিশকে অবহিত করা হয়।
ঘটনার বিষয়ে কালিগজ্ঞ থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হোসেন জানান, ঘটনাটি জানার পর তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে দুই রাউন্ড গুলির খোসা ও এক রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্তের আগে এ ঘটনায় করা জড়িত সেটি বলা সম্ভব নয়।
তিনি বলেন, এ ঘটনায় বিকাশের তিন কর্মকর্তার কোন যোগসাজশ রয়েছে কিনা সেটিও খতিয়ে দেখা হচ্ছে। বিকাশের তিন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রকৃত ঘটনা উদ্ধারে কাজ করছে পুলিশ। দ্রুত সময়ের মধ্যেই ছিনতাইয়ের ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে।
এদিকে, প্রকাশ্যে গুলি করে টাকা ছিনতাইয়ের ঘটনায় উপজেলা জুড়ে তোলপাড় শুরু হয়েছে। ব্যস্ততম এ সড়কে গুলি করে করে টাকা ছিনতাইয়ের ঘটনাটি নিয়ে পক্ষে বিপক্ষে নানান গুঞ্জন চলছে।
কালিগঞ্জে ফাঁকা গুলি করে ফিল্মি স্টাইলে বিকাশের ২৬ লাখ টাকা ছিনতাই

